Q : আসসালামু আলাইকুম।আমি এস এস সি পরীক্ষার আগে থেকে প্রায় নিয়মিত নামাজ পড়ি।এখন ভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ার প্রায় শেষ।এর মধ্যে দাড়িও রাখছি।কিন্তু সমস্যা হলো এতদিনে ফজর নামাজ খুব কম পড়ছি।ইন্টারমিডিয়েটে বিভিন্ন অসুস্থতার কারনে খুব বেশী ঘুম পাড়তাম।দিনে ৯\১০\১১ ঘন্টা।যার কারনে আগে ঘুমালেও উঠতে অনেক দেরী হত।এখনও অনেক বেশী ঘুমাই।৯\১০ ঘ্ন্টা।যার কারনে প্রতিদিন এলার্ম দেয়া থাকলেও বেশিরভাগ দিন উঠতে পারিনা।সকালে উঠে নামাজ পড়ি।অনেক চেস্টাতেও হচ্ছেনা।আমার প্রশ্ন হলো আমি মুনাফিক কিনা?(২)আমি নামজ পড়ি আবার মাঝে মাঝে গান শুনি, নাটক দেখি, এটা ইসলামের দৃস্টিতে কিরুপ।ব্যাখ্যা করলে সুবিধা হতো।এগুলা বাদ দেয়া কতটা জরুরি?

A :

Sorry, this entry is only available in Bengali.