Q : আসসালামু আলাইকুম,আমি একটি কুফরি কথার(আমার সন্ধেহ হচ্ছে, সেটা কুফরি কথা) হুকুম জানতে চাচ্ছি। ঘটনা হচ্ছে, বর্ষাকালীন সময়ে বৃষ্টিতে গতবার অনেক মানুষের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। আমার মেজো চাচারও ফসলের বেশ ক্ষতি হয়েছিল। একদিন এক মজলিসে এ প্রসঙ্গ উঠতেই উনি একটি বাক্য উচ্চারণ করলেন-(বাক্যটি হল- নায়ুযুবিল্লাহি মিন যালিকা, ‘আল্লাহর কি আক্কল নাই’) এবং আমি তৎক্ষণাৎ তাকে এ থেকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি বুঝাতে চেষ্টা করলাম এটা আল্লাহতালার পরীক্ষা, আল্লাহ্‌ কুরআনেই বলেছেন এভাবে ফল-ফসলের ক্ষতির দ্বারা আল্লাহ্‌ আমাদের পরীক্ষা নিবেন।.এখন জানার বিষয় হল, ক) উনি কি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন? যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় খ) এবং সে উক্তি থেকে তাওবা না করে যদি কখনো ঈমানের কালিমা মুখে উচ্চারণ করে তবে কি- ঈমান এনেছে বলে গণ্য করা হবে? গ) এবং তাদের বিবাহ দোহরানোর ক্ষেত্রে চাচির পরিবারের লোকদেরকে কি সাক্ষী হিসেবে থাকতে হবে, না কি চাচির পক্ষ হয়ে আমাদের পরিবারস্থ কেউ সাক্ষী হলেই চলবে? (এটা এজন্য যে, আমরা চাই না অনেক মানুষ তা জানুক, যা তাদের বিব্রত অবস্থায় ফেলে দেয়)।ওয়াসসালামু আলাইকুম

A :

Sorry, this entry is only available in Bengali.