Q : আসসালামু আলাইকুম। হযরত আজকে আরেকটি ব্যবসার বিষয়ে প্রশ্ন করছি:আমাদের অফিসের যত ছাপার কাজ আছে যেমন খাতা, ডায়েরী, গেঞ্জি, কলম, কেলেন্ডার ইত্যাদি। যিনি এগুলো ছাপান তার সাথে আমি ব্যবসায়ের ব্যাপারে আলাপ করে ছিলাম। তিনি আজ ফোন করে ছিলেন বললেন আমাদের অফিসের বর্তমান যে অডার টি তিনি করছেন তাতে তার মোট ৩০০০০০/- টাকার মত লাগবে। এখন তিনি আমাকে বলছেন অর্ডারের কাজ করা প্রায় শেষের দিকে কিন্তু তার কাছে প্রেসে দেয়ার মত টাকা নেই। বর্তমানে ১৫০০০০/- টাকা দিলে তিনি কাজটি করিয়ে আনতে পারেন। সাপ্তাখানিকের মধ্যেই আমাদের অফিসের পেমেন্ট যখন দেয়া শুরু হবে তখন তিনি আমার টাকা আগে পরিশোধ করবেন। এবং ব্যবসায়ে যা লাভ হবে তার থেকে আমাকেও কিছু লাভ দিবেন। লাভ কত হবে তা এখনো শিওর না। যা হয় তা থেকে আলোচনা সাপেক্ষে আমাকে কিছু পরিমান দিবে। আমি আমার মামাকে এবং অফিসের চেয়ারম্যান সারকে জানিয়েছি তারা দিতে বলেছেন। যা লাভ দিবে তার থেকে আমি মামার সাথে আলোচনা করে মামা কিছু আর আমি কিছু লাভ নিবো। এখন আমার প্রশ্ন এভাবে ব্যবসা যায়েয হবে কি? আপাতত টাকা দিয়ে দিচ্ছি। যেহেতু তার আজই (২০.১২.১৭) প্রয়োজন। যদি ব্যবসা হালাল না হয় তবে লাভ নিবো না এবং কিভাবে করলে হালাল হবে জানালে কৃতজ্ঞ ও উপকৃত হবো। অনুগ্রহ করে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।

A :

Sorry, this entry is only available in Bengali.