Q : মুহতারাম, আসসালামু আলাইকুম!আমার প্রশ্ন – এশার চার রাকাত নামাজে ইমাম সাহেবের সাথে তিন রাকাত নামাজ আদায় করে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু বা তাশাহুদ পরে বসে থাকা অবস্থায় ইমাম সাহেব সালাম ফিরালে আমিও ভুলক্রমে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলি তারপরে মনে হবার পরে আর বাম পাশে সালাম না ফিরিয়ে দাড়িয়ে বাকী এক রাকাত নামাজ শেষ করে ফেলি। সোহ সেজদাও দেইনি কারণ মনে হচ্ছিল নামাজ যদি শেষ হয়েই যায় তাহলে সোহ সেজদাও কোন কাজে আসবে না। পরে একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে বল্ল, আপনার নামাজ সহিহ হয়েছে। কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। তাই আপনার মতামত বা করনীয় জানতে চাই। জাযাকাল্লাহু খাইরন।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

A :

Sorry, this entry is only available in Bengali.