Q : আসসালামু আলাইকুম, মুহতারাম। একদিন এক মাহফিলেে শুনেছিলাম যে- এক ব্যাক্তি তার স্ত্রীকে বলেছে যে, শুনছো নাকি পাশের বাসার লোকটা তার স্ত্রীকে কিভাবে তালাক দিয়েছে, এভাবে – এক তালাক, দুই তালাক, তিন তালাক। এতে নাকি উক্ত ব্যাক্তির স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে।মুহতারাম, সেদিন হঠাৎ আমার টেনশন হচ্ছিল এই যে, এরুপ ঘটনা আমার স্ত্রীকে এভাবে বলিনি তো! তাই তাকে জিজ্ঞেস করেছিলাম ঠিক এরুপভাবে যে- ” তোমাকে আমি তালাক সম্পর্কে কোন ঘটনা বলিনি তো? (সে মাহফিলের কথাগুলো শুনুক আর নাই শুনুক, আমি তাকে অনুরুপভাবে মাহফিলে যেভাবে বলা হয়েছে সেভাবে বলিনি )। (স্ত্রীকে) শুনেছো নাকি ঐ যে পাশের বাসার লোক তার স্ত্রীকে কিভাবে তালাক দিয়েছে, এই যে – এরকম এরকম। তালাক সম্পর্কে কোনো ঘটনা বললেও নাকি তালাক হয়ে যায়।” এমতাবস্থায় মুহতারামের কাছে আমার প্রশ্ন- আমার উপরোল্লিখিত কথার মাধ্যমে তালাক হয়ে যায়নি তো? যাযাকাল্লাহ্ বি খয়ির।

A :

Sorry, this entry is only available in Bengali.