Q : আসসালামু ‘য়ালাইকুমরানা(নামটি কাল্পনিক) নামের এক ব্যক্তি ইন্টারনেট থেকে হুরমতে মুছাহারা এবং তালাক বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তর পরেছিলেন এসময় এগুলোর ভয়াবহ প্রভাব দেখে সে খুবই ভয় পেয়ে যায় এজন্য যে, তালাক বিষয়ে বিভিন্ন কথা পড়ার কারণে কি আবার তার ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেলো কিনা।তারপর তার এক বন্ধুর(বন্ধু মাদ্রাসায় কিতাবখানায় পরে) কাছে বিষয়টি শেয়ার করেছেন, যে পড়ার কারনে তার কোন সমস্যা হবে কিনা। তার বন্ধু বললেন সমস্যা হবে না। এবং সে বললো দোয়া করিস যেনো এমন কথা মুখ দিয়ে কখনো না আসে।এবং রানা তার বন্ধু কে একটা ঘটনা শোনায় যেটা সে ইন্টারনেট এ পরেছিল সেটা হলো,এক ব্যক্তি তার স্ত্রী কে বলেছে তুমি যদি ওমুক কাজটি( রানা ঘটনা বলার সময় কাজটির কথা উল্লেখ করেছিল) একবার করো তবে এক তালাক এভাবে লোকটি তিনবার পর্যন্ত বলেছেন, অতঃপর লোক টির স্ত্রী সেই কাজ ৩ বার এর বেশি করে ফেলে, ফলে তাদের বিচ্ছেদ ঘটে।।।কিন্তু সমস্যা হলো রানা যখন তার বন্ধু কে কথা গুলো এবং বিশেষ করে উক্ত ঘটনাটা বলতে ছিল তখন তার মনে হচ্ছিল যেনো সে তার স্ত্রী কে বলে ফেলতেছে । এখন এ বিষয় নিয়ে রানা খুবই ভীত ও চিন্তিত যে তার এমন মনে হওয়া বা অনুভূত হাওয়া দারা কি তার মনে মনে নিয়্যত সাব্যস্ত হয়ে গেল কিনা, কারণ সে পরেছিল মনে নিয়্যত থাকলে মুখে অন্য কথা বললেও তা প্রয়োগ হয়ে যায়। বিঃদ্রঃ ” রানা অবিবাহিত “প্রশ্ন ১: রানার এরুপ বর্ননা করা এবং মনে হওয়া দ্বারা কি তার ভবিষ্যৎ স্ত্রী যদি বিয়ের পর উল্লেখিত কাজ টি ৩ বার করে তবে কোন সমস্যা হবে কি?প্রশ্ন ২: এরকম মনে হওয়া বা অনুভূত হওয়ার দারা কি মনে মনে নিয়্যত সাব্যস্ত হয়ে যাবে?প্রশ্ন ৩: মনে মনে নিয়্যত বলতে আসলে কি বুঝায়?

A :

Sorry, this entry is only available in Bengali.