Q : হুজুর শুরুতে আমার ভক্তিপূর্ণ সালাম নিবেন। আশা করি আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আর ভালো থাকুন এটাই কাম্য ও দোয়া। হুজুর আমার প্রশ্ন: আমাকে প্রতি মাসে অফিস থেকে ৪০০ টাকা করে মাসিক মোবাইল বিল দেয়া হয়। অনেক সময় গত মাসের টাকা মোবাইলে থেকে যায় । এক্ষেত্রে যেমন ২০০ টাকা থেকে গেলে আমি যদি নতুন করে ২০০ টাকা রিচার্জ করে বাকি ২০০ টাকা আমার ব্যাক্তিগত কাজে খরচ করি তবে জায়েজ হবে কি?িউল্লেখ্য যদি মাসের টাকা ৪০০ এর বেশি খরচ হয় তখন অফিসে বললে তার আরো ১০০ বা ৫০ টাকা রিজার্জ করে দেয়।

A :

Sorry, this entry is only available in Bengali.