Q : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।হযরত আমার স্ত্রীর পক্ষ থেকে করা একটি প্রশ্নের উত্তর এখনো বাকী আছে। তারপরেও জানার জন্য আপনাকে আরেকটি প্রশ্ন করছি বিধায় কষ্ট নিবেন না। আপনি যখন সময় পান তখনই উত্তর দিবেন। যাযাকাল্লাহু খাইর।প্রশ্ন নং ১ঃ আজকে তিনদিনের জামাতের সফরের হেদায়াতের কথায় বিনা এজাজতে কারো মাল ধরবো না এ পয়েন্ট বণনা করার সময় বক্তা বললেন যে কিছু মানুষের (সম্ভবত সাত জন বা নয় জন বলেছেন) মাল বিনা অনুমতিতে ধরা যায়। কিন্তু তারা কারা তা বলেননি। সময়ের স্বল্পতার কারণে হয়তো বলেননি। আর হেদায়েতের কথা শেষে তিনি দ্রুত চলে যাওয়াতে তার কাছ থেকেও আর জানা হয়নি। নেটে সাচ দিয়েও পেলাম না। তাই যদি বলেন যে, উক্ত ব্যক্তি কারা যাদের মাল বিনা অনুমতিতে ধরা যায় বা খরচ করা যায় তবে উপকৃত হব। আর এটা কি সব সময় নাকি বিশেষ প্রয়োজনে বা সময়ে বিনা অনুমতিতে ধরা যায় তাও বিস্তারিত জানালে উপকৃত হব। আল্লাহ তা’য়ালা আপনার কষ্টের উত্তম বিনিময় দুনিয়া ও আখেরাত উভয় জাহানে দান করুন। আমীন। যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.