Q : আস্সালামু আলাইকুম,ক) নামাজে ২য় বৈঠক ও শেষ বেঠকের সময় অনেক কে দেখি যে- ১। অনেকে হাতের শাহাদাত আঙুল দিয়ে বার বার ইশারা করতেই থাকে, ২। অনেকে একবার ৫ সেকেন্ডের মতো ইশারা করে সব গুলো আঙুল মুট করে রাখে, ৩। অনেকে একবার ৫ সেকেন্ডের মতো ইশারা করে শাহাদাত আঙুল বাদে বাকী ৪ আঙুল মুট করে রাখে, ৪। অনেকে একবার ৫ সেকেন্ডের মতো ইশারা করে সব আঙুল স্বাভাবিক (সোজা করে) রাখে। ৫। আবার অনেকে ইশারা না করে সব গুলো আঙুল মুট করে রাখে। উপরের ৫টির মধ্যে কোনটি সহিহ হাদীস দ্বারা সঠিক জানালো উপকৃত হবো।গ) আপনি কোরবানীর পশুর বয়সে জায়গায় লিখেছেন যে- “মাসআলাঃ গরু,মহিষ,এর বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে। এর কম হলে কুরবানী সহীহ হবে না।- বাদায়েউস সানায়ে।৪/২০৫” কিন্তু একজন মুফতী সাহেবের কাছ থেকে জানলাম যে- গরু, মহিষ কুরবানীর উপযুক্ত হওয়ার জন্য দুই বছর পূর্ণ হওয়া জরুরি ? কোনটা সঠিক, যদি হাদিস দ্বারা বলতেন তাহলে হয়তো আমি আশংকা মুক্ত হতে পারতাম। খ) একজনের কাছে শুনেছিলাম নবীজী (সাঃ) কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই। এটা কি সত্য ?

A :

Sorry, this entry is only available in Bengali.