Q : (বাংলা) আসসালামু আলাইকুম। ১। কেউ অতীতের অনেক রোযা ইচ্ছাকৃত বা সফরে থাকার কারনে ছেড়ে দিয়েছে। এখন তা ভুলে গেছে কোন কোন সালে কতগুলি রোযা ছেড়েছিল। ঐ সমস্ত রোযার কাযা কাফফারা কীভাবে আদায় করবে? ২। আমার দাদী বার্ধক্যজনিত কারণে রোযা রাখতে অপারগ। তার এমন কোনো সম্পত্তিও নেই যা থেকে ফিদয়া দিবে। তার চার মেয়ে এবং দুই ছেলে। এখন কথা হল, তার পক্ষ থেকে উক্ত ফিদায়া দেওয়া কাদের দায়িত্ব? যদি ছেলেমেয়ের দায়িত্ব হয় এবং কেউ তা দিতে অস্বীকৃতি জানায় (আর্থিক অসচ্ছলতার কারণে) তাহলে কী সে গুনাহগার হবে? ৩। প্রত্যেকটি রোযার জন্য ফিদয়া টাকার হিসেবে কত টাকা হয়?

A :

Sorry, this entry is only available in Bengali.