Q : ১/ ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হযরত সুলায়মান (আঃ)-এর আছরের ছালাত ক্বাযা হয়ে যায়। তাতে তিনি ক্ষু্ব্ধ হয়ে সব ঘোড়া কুরবানী করে দেন। কেউ বলেছেন, তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেবার আবেদন করেন। সেমতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আছরের ছালাত আদায় করে নেন। তারপর সূর্য অস্তমিত হয়। — ঘটনা কি সত্য?২/ একদা রাসূল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) এর কোলে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছিলেন/আরাম ফরমাচ্ছিলেন ছিলেন, তখন (ঘুমে) ওহী নাযিল হচ্ছিল। সূর্য অস্তমিত হয়ে গেল ততক্ষণ পর্যন্ত হযরত আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) আসর নামায পড়তে পারেন নি। অতঃপর রাসূল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্য করেছে তাই সূর্যকে পুনরায় উদিত করে দাও। বর্ণনাকারী আসমা (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন : আমি দেখেছি যে সূর্য অস্তমিত হয়ে গেছে তা পুনরায় রাসূল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে উদয় হয়েছে। — ঘটনা কি সত্য?৩/ জিহাদের কারনে রাসূল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অথবা কোন সাহাবীর নামায কাযা হবার কোন ঘটনা কি আছে? আর থাকলে কি সূর্যকে পুনরায় উদিত করানোর কোন ঘটনা ঘটেছে?এই ঘটনাগুলো মসজিদে তাবলীগের মসজিদওয়ার জোড়ে এক সাথিভাই খুব ইয়াকিনের সাথে বলছিল। আমার কাছে ঘটনাগুলো সন্দেহজনক মনে হওয়ায় আমি মজলিশ ত্যাগ করি। কাজটা কি ঠিক হয়েছে?

A :

Sorry, this entry is only available in Bengali.