Q : আল্লাহর রাস্তায় বের হওয়া সম্পর্কিত যে হাদিসগুলি বলতে শোনা যায় তার সত্যতা জানতে চাই।১. কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে একবার সুবহানাল্লহ পড়ে তাহলে তার আমলনামায় ৪৯ কোটি বার সুবহানাল্লহ পড়ার সওয়াব লেখা হয়।২. আল্লাহর রাস্তায় বের হওয়া ব্যক্তির প্রতি কদমে ৭০০ নেকী লেখা হয়, ৭০০ গুনাহ মাফ করা হয়, জান্নাতে ৭০০ গুন মর্তবা বাড়ানো হয়।৩. আল্লাহর রাস্তায় বের হয়ে নিজ প্রয়োজনে ১ টাকা খরচ করলে তার আমলনামায় ৭ লক্ষ টাকা দান করার সওয়াব লেখা হয়। মেহমানদারির নিয়তে ১ টাকা খরচ করলে ৪৯ কোটি টাকা দান করার সওয়াব লেখা হয়।আল্লাহর রাস্তায় বের হওয়া সম্পর্কিত যে হাদিসগুলি আমরা মুন্তাখাব হাদিস / ফাজায়েলে আমাল এ পাই সেগুলি কি তাবলীগের ক্ষেত্রেও প্রযোজ্য? নাকি শুধু হজ্জের সফর বা জিহাদের জন্যই প্রযোজ্য?

A :

Sorry, this entry is only available in Bengali.