Q : আস্সলামু আলাইকুমমুহতারাম আমার প্রশ্নটা এরিয়ে যাবেন না, জানা খুবই জরুরী আমার আম্মা আমরা পিতাকে ২০১০ সালে তালাক নামা পাঠায় আদালতের মাদ্ধমে, এবং আমার পিতা তা স্বাক্ষর করে রেখে দেয়। আমার আম্মা তার নিজ ইচ্চায় প্রায় ৪/৬ মাস পর ২য় স্বামী বিয়ে করে সংসার করে প্রায় ১ বছর বা তারও বেশি সময়, তারপর সে নিজের ভুল বুঝতে পেরে সে আবার আমার পিতার সাথে বিয়ে করে তার ২য় স্বামীকে ছেরে। তার পর প্রায় ৬/৮ মাস পর সে আমার পিতাকে না জানিয়ে চলে যায় তার ২য় স্বামীর কাছে, সেখানে অনেক দিন সংসার করে, তার ২য় স্বামী তাকে কষ্টদিত সেখানে সংসার আর করতে পারেনি, অন্য এক ব্যাক্তি তার কষ্ট দেখে তাকে আদালতের মাদ্ধমে তালাক দেয়ায়, এবং আমার আম্মাকে বিয়ে করে কাজির মাদ্ধমে আমার মায়ের সম্মতিতে। এখন ৩য় স্বামির সংসার করছে প্রায় ৩ বছর, এখন আম্মর ৩য় স্বামি তাকে তলাক দিয়ে আমার নকট দিতে চায় এছারা আমা পিতা মাতা উভয় এখন বিবাহ করতে চায় এখন ইসলামি সরিয়াতে কি এর হুকুম, এখন আমার কি করনিয়, এখন আমি সাবালক হয়েছি।দয়াকরে উত্তর দিবেন। বিঃদ্রঃ আমরা পিতা ও ২য় স্বামীর ঘটনা পর্যন্ত যা ঘটেছে তা আমার আম্মর কথা অনুযায়ী ওনাকে ২য় স্বামী তাবিস করেছিল, তিনি বলেন তখন যা হয়েছে তা তিনি ইচ্ছা কৃত করেন নি এবং কেনো করেছিলেন তাও বলতে পারেন না আর তখন আমরাও ছোট ছিলাম কি হয়েছে বুঝতে পারিনি।২. একজন পুরুষ তার স্ত্রীকে তালাক ও সহিহ হালালর মাদ্ধমে কত বার গ্রহন করতে পারে কোরান-হাদিসের ভিত্তিতে।

A :

Sorry, this entry is only available in Bengali.