Q : বিয়ের প্রথমে আমার স্ত্রীর দেনমোহন পরিশোধ করতে পারিনি।কিছু গহনা দিয়েছিলাম কিন্তু তাকে বলা হয়নি এ গহনা তোমার দেনমোহর বাবদ দেওয়া হল। আমার খালা বলেছিলেন ১ম দিন স্ত্রীর কাছে মাফ চেয়ে নিতে। আমি ভুলে গিয়েছিলাম। বিয়ের তিন চারদিন পর মাফ চেয়ে নিয়েছি। আমার প্রশ্ন (১) প্রথম দিন ভুল বশত মাফ চাইতে পারিনি এতে সমস্যা হয়েছে কিনা? (২) স্ত্রীর দেনমোহর পরিশোধের পদ্ধতি কি? (৩) স্ত্রীর খাওয়া দাওয়া আমার পিতার মাধ্যমে চলে, আমি যদি প্রতি মাসে স্ত্রীকে খোরপোষ বাবদ কিছু টাকা করে দিতে থাকি আর তাকে বলি যে প্রতি মাসে তোমার খরচের জন্য এত টাকা করে তোমাকে দিব, আর উক্ত টাকা তোমার দেনমোহর বাবদ প্রতি মাসে মাসে পরিশোধ হতে থাকবে। তাহলে কি দেনমোহর পরিশোধ হবে? জানালে খুবই উপকৃত হবো।

A :

Sorry, this entry is only available in Bengali.