Q : আসসালামু আলাইকুম।১।হযরত আমাদের গ্রামের মসজিদের ইমাম বিভিন্ন বিদআত কার্যকলাপে লিপ্ত যেমন(মিলাদ পড়া,মৃত ব্যক্তির নামে যে খানা পিনার ব্যবস্তা করা হয় তা খাওয়া ও দোয়া করা,মৃত ব্যক্তিকে কবর দেয়ার পর সম্মিলিতভাবে হাত তুলে দুয়া করা) এসব কারনে যদি আমি তার পিছনে নামাজ না পড়ি তাহলে কি আমার গুনাহ হবে যদিও তার কিরআত ঠিক আছে।২।আমি মসজিদে জামাআতে নামাজ পড়ার নিয়তে বের হলাম গিয়ে দেখি ইমাম সাহেব কিরআত পড়তেছে/রুকুতে গেছে/বৈঠকে আছে।এখন প্রশ্ন হল ইমাম সাহেব কোন অবস্থায় থাকলে আমার ঔ রাকাআত নামাজ পুনরায় পড়তে হবে না,বিষয়টি একটু বুঝিয়ে বললে খুব উপকৃত হতাম।৩।আমার বাবার আয়ের তেমন কোনো উৎস নেই।বিভিন্ন ব্যাংক যেমন গ্রামীন ব্যাংক,ব্রাক ব্যাংক,আশা ব্যাংক ঋন নিয়ে সংসার পরিচালনা করে।আমার বয়স প্রায় ২২ বছর।আমি পড়াশোনা করি।এক্ষেত্রে আমার কি করা উচিত,ঐ ব্যাংকের ঋনের টাকা নিয়ে পড়াশোনা করা নাকি চাকরি করে ঐ নিয়ে ঐ ঋন পরিশোধ করে ব্যাংক থেকে একদম নাম কেটে বের হয়ে আসা।আমাকে স্পষ্ঠভাবে বুঝিয়ে বললে খুব উপকৃত হতাম।

A :

Sorry, this entry is only available in Bengali.