Q : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক আত্মীয় বিদেশে থাকে। সে আমার কাছে বেশ কিছু টাকা ( প্রায় তিন লক্ষের বেশি ) জমা রাখতে দিয়ে ছিলেন। আমি সেখান থেকে সাংসারিক প্রয়োজনে প্রায় ২০-২৫ হাজার টাকা খরচ করে ফেলেছি। সে প্রতি বছর প্রায় ৩০-৪০ হাজার টাকার যাকাত প্রদান করেন। সে কিছু দিন আগে আমাকে জানিয়েছে যে, সে একটি জমিন কিনতে চাচ্ছে তাই তার পাওনা টাকা গুলো প্রয়োজন। এখন আমার কাছে তার খরচ করা টাকা পূরণ করে দেয়ার মত সামথ্য নেই। আবার আমার নেছাব পরিমান অর্থাৎ ঋণ বাদে ৪২০০০/- টাকা বা স্বর্ণ অলংকার ও নেই। তাই যদি তাকে বুঝিয়ে বলি তাহলে হয়তো সে আমাকে যাকাত বাবদ টাকাটা দিয়ে তা পরিশোধ করিয়ে নিবেন। তাই অনুগ্রহ করে আমাকে জানাবেন কি যে, যদি আমি তাকে বলি যে আপনি আমাকে অগ্রিম ২৫০০০/- টাকা যাকাত দিন আমি আপনার ঋণ পরিশোদ করে দিবো। তখন সে আমাকে যদি মৌখিক ভাবে বলে যে ঠিক আছে আমি আপনাকে ২৫০০০/- টাকা যাকাত বাবদ প্রদান করলাম এবং আমিও মৌখিক ভাবে তা গ্রহণ করলাম। এর পর আমি মৌখিক ভাবে তাকে বললাম যে আপনার পাওনা ২৫০০০/- টাকা আমি আপনাকে পরিশোধ বাবদ দিয়ে দিলাম এবং সেও মৌখিক ভাবে তা গ্রহণ করলো। তবে এই ভাবে দেয়ার দ্বারা কি তার যাকাত ও আমার কর্জ পরিশোধ হবে। নাকি বিষয়টি হাতে টাকা দেয়া নেয়ার মাধ্যমে বাস্তবে হতে হবে। অনুগ্রহ করে জানাবেন। যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.