Q : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার স্ত্রী কিছুদিন পরপরই বাপের বাড়ীতে চলে যায়। স্বামীর চাইতে তার বাবা মায়ের কাছেই থাকতে সে বেশি পছন্দ করে। এ বিষয়ে শ্বশুর বাড়ীর সাথে কথা হলে তারা আমার স্ত্রীর পক্ষেই কথা বলে এতে তাদের সাথে ঝগড়া হয়। ঝগড়া করার কারণে শ্বশুর বাড়ীর লোকজন বলে তাদের মেয়েকে আমাদের বাড়ীতে আর দিবে না। আমি আমার স্ত্রীকে অনেক বুঝিয়ে ও ভাল কথা বলেও আমার বাড়ীতে আনতে পারিনি।তারা যখন বলেছে তাদের মেয়েকে আমাদের বাড়ীতে আর দিবে না।আমিও রাগের মাথায় ওকে বলেছি তোমাদের বাড়ীতে সবাইকে বলে দিও আমি তোমাকে আমাদের বাড়ীতে আর নিব না।তোমার সাথে আমার আর কোন সম্পক নাই। এই কথাগুলো আমি ওদের কথার পরিপ্রেক্ষিতে বলেছি সম্পূন রাগের মাথায়। আমার এ কথাগুলো বলার সময় এমন কোন নিয়ত ছিলনা যে এ কথা বললেই সে তালাক হয়ে যাবে।সম্পূন রাগের মাথায় বলেছি।প্রশ্ন-1ঃতাহলে আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে? প্রশ্ন-2: কুরআন হাদীসের আলোকে অবাধ্য স্ত্রীকে আয়ত্বে আনার কৌশল জানতে চাই? বিস্তারিত জানালে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।

A :

Sorry, this entry is only available in Bengali.