Q : (বাংলা) আসসালামু আলাইকুম, মুহতারাম। আমরা জানি যে, muftihusain.com থেকে কোনো জাল হাদীস বা দুর্বল হাদীস দলীল হিসেবে পেশ করা হয় না। তবুও কিছু কিছু বেয়াদব পর্যায়ের লোকের জন্য প্রশ্নটি করতে বাধ্য হচ্ছি। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, মুহতারাম। আপনার কাছে আমার প্রশ্ন নিম্নলিখিত হাদীসটি কি সহীহ পর্যায়ের? হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স:) বলেছেন,অর্ধ শাবানের রাত (চৌদ্দ তারিখ দিবাগত রাত)যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত-বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোযা রাখো। কেননা, এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোন ক্ষমাপ্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোন রিযিক প্রার্থী? আমি তাকে রিযিক দেব। এভাবে সুব্‌হে সাদিক পর্যন্ত আল্লাহ মানুষের প্রয়োজনের কথা বলে তাদের ডাকতে থাকেন।-সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৩৮৮।

A :

Sorry, this entry is only available in Bengali.