Q : আসসালামু আলাইকুম,১।আমি এবার SSC পরীক্ষা দিয়েছি। আমি class -৮ থেকে নামাজ পড়ছি(বালেগ হওয়ায়)ঠিক।কিন্তু মাঝে মাঝে নামাজ আদায় করিনি।এইভাবে ক্লাস -১০ পর্যন্ত আমি অনেক নামাজ পড়িনি। তো এখন আমি আল্লাহর রহমতে সব নামাজ পড়ছি।কিন্তু আগের প্রায় ৩ বছরের কিছু কিছু করে আদায় না হওয়ায় অনেক নামাজ কাযা হয়ে গেছে। সেগুলো কিভাবে আদায় করব এবং নিয়ত টা নির্দিষ্ট করে বলবেন আশা করি।২।আমি যখন বালেগ হইনাই তখন যদি নামাজ না পড়ি তাহলে কি গুনাহ হবে?৩।আলেম-ওলামাদের ছোহবতে থাকার মানে কি? কিভাবে ছোহবতে থাকা যায়?(কৌতুহলের জন্য জানতে চাই যে,বিশ্বনবি ও সাহাবারা কিভাবে ফজর নামাজ বা রাত্রে ইবাদতের জন্য উঠতে পারতেন।আমি তো বিশেষ করে Alarm ছাড়া উঠতে পারিনা।তো কিভাবে?)আপনি আমাকে ক্ষমা করে দিবেন।হয়তোবা বেশি প্রশ্ন করে ফেলেছি।

A :

Sorry, this entry is only available in Bengali.