Q : আস্সালামু আলাইকুম,—————————-হযরত মেহেরবানী করে আমার উত্তরটা একটু তাড়াতাড়ি দিবেন কারণ আমি কিছুদিনের মধ্যে জমি কিনতে চাচ্ছি, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক জিন্দেগী দান করুন।—————————-১। আমি ১০ কাঠা জমি কিন্তু চাই। যার কাছ থেকে কিনবো আমি জানি তিনি উক্ত সকল জমিই সুদের টাকা দিয়ে কিনেছিল। তাই উক্ত জমি কেনা কি জায়েজ হবে ?২। অন্য আরেকজনের ১০ কাঠা জমি আছে কিন্তু তিনি ২০% মতো সুদের টাকা আছে আর বাকী টাকা হালাল টাকা দিয়ে কিনেছিলো। উক্ত ক্ষেত্রে কি পুরো জমি কেনা যাবে ? অথবা ৫ কাঠা কেনা যাবে ?৩। অনেকেই তো হারাম টাকা দিয়ে জমি কিনেছিলো, সেক্ষেত্রে কি যাচাই করে কিনতে হবে হরাম না হালাল টাকায় কিনেছে ? না জেনে যদি কিনি পরে যদি জানতে পারি যে হারাম টাকায় কিনেছে তাহলে কি করবো ?

A :

Sorry, this entry is only available in Bengali.