Q : ১.আমি একটি বড় মেসে থাকি। প্রায় ৬০ জন লোক একসাথে খাওয়া দাওয়া করি। এজন্য প্রতি মাসে দুইজনকে ম্যানেজার নিবাচন করা হয় ডাইনিং এর দায়িত্ব পালন করার জন্য। দুইইজন ম্যানেজারই ওই মাসের ডাইনিং এর সব দায়িত্ব পালন করে।যেহেতু আমার মেসে থাকি মাঝে মাঝে ডিম ভাজি করতে বা অন্য কিছু জন্য ডাইনিং থেকে পেয়াজ,লবন ,তেল বা অন্য কিছু নেয়। এসবকিছু যে নেই তা অনেক সময় ম্যানেজারকে বলে নেই বা অনেক সময় বলা হয় না।কিন্তু মেসের কতৃপক্ষ থেকে এসবকিছু যার যখন দরকার পড়বে এসব নিতে পারবে বলা আছে।আমার প্রশ্ন হল ম্যানেজার থেকে না বলে কোন কিছু নিলে কি চুরি হবে নাকি?২.বান্দার হক। কি কাজ করলে বান্দার হক নষ্ট হয়?চুরি করলে ও কি বান্দার হক নষ্ট হয়

A :

Sorry, this entry is only available in Bengali.