Q : আস্সালামু আলাইকুম,কিছু প্রতিবন্ধি লোক রাস্তায় বসে কোরআন শরীফ পড়ে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকে টাকা। প্রায় মানুষই তাকে টাকা দিয়ে থাকে। “তাকে বলতে চেয়েছিলাম যে, ভিক্ষা কর ঠিক আছে কিন্তু এভাবে কোরআন পড়ে টাকা নেয়া ঠিক না।” একথা বলেও বল্লাম না, কারণ আমার জানা নাই এভাবে পড়ে টাকা হাদিয়া নেয়া জায়েজ কি না ? ১। যদি জায়েজ না হয়, তাহলে আমাকে কিছু কোরআন/হাদিস এর রেফারেন্স দিন যাতে করে তাদেরকে উক্ত কাজে বাধা দিতে পারি।২। আপনার সম্মুখে এরকম লোক পড়লে যা যা নসিহত করতেন তাও লিখে দিবেন যাতে তাদেরকে আমি বলতে পাড়ি।

A :

Sorry, this entry is only available in Bengali.