Q : আসসালামু আলাইকুম। আমার কম্পিউটারের কাজের দোকান রয়েছে। পরিচিত এক ব্যক্তি আমার কাছে কাজ করাতে আসল। কাজের পরে তার বিল হল ৮০ টাকা। সে বলল কি বলেন এতো টাকা? সে পকেট খুজে খুচরা ৪৯ টাকা বের করে আমাকে দিল। আমি বললাম অন্তত আর ২০ টাকা আমাকে পরে দিয়ে যাবেন। অতঃপর সে চলে গেল। কিন্তু তাকে আমার সুবিধা মনে হল না, কারণ বাকি টাকা আর দিবে কিনা সন্দেহ আছে, তাই প্লান করে বাসায় গিয়ে তাকে বললাম ভাই আমিতো বাসায় আছি, আমার মোবাইলে লোড দরকার আপনি আমাকে ২০ টাকা লোড পাঠান। একথা বলে আমি তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করলাম। সে আমাকে ১৫ টাকা পাঠিয়ে দিল? প্রশ্নঃ০১ এভাবে লোডের কথা বলে পাওনা টাকা মোবাইলে আনা কি ঠিক হবে? এই টাকা কি আমার জন্য হালাল হবে? প্রশ্নঃ০২ কেউ আমার কাছে কোন টাকা পাওনা থাকলে যদি তার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা না থাকে, এবং সে আর না আসে তাহলে আমি কি করব?

A :

Sorry, this entry is only available in Bengali.