Q : আসসালামু আলাইকুম। হযরত গতকাল রাতে আমাকে আমাদের অফিসের চেয়ারম্যান স্যারের বাসায় পাঠানো হয়। সবাই তার বাসায় যেতে ভাড়া হিসাবে ২০ টাকা করে আপডাউনে ৪০ টাকা খরচ নেন। তো আমিও যাওয়ার সময় ৪০ টাকা নিয়ে রওনা হই। কিন্তু মাত্র ১ থেকে দেড় কিলোমিটার রাস্তা ২০ টাকা দিয়ে রিক্সায় করে যাওয়া আমার কাছে খারাপ লাগে। মনে করলাম যে মাত্র ৫-৭ মিনিট হাটলেই আমার ২০ টাকা এবং আসার সময় আরো ২০ টাকা মোট ৪০ টাকা বেচে যায়। তাই আমি আর রিক্সায় করে না গিয়ে হেটে তার বাসায় গিয়েছি এবং ৪০ টাকা আমার ব্যাক্তিগত কাজে খরচ করেছি। এখন অামার কাছে একটু সন্দেহ হচ্ছে তাই জানতে চাচ্ছি এটা আমার জন্য কি যায়েয হয়েছে? এছাড়া ভবিষতেও কি এরকম করা যাবে। যদি অন্য কোথাও পাঠায় সেক্ষেত্রেও যদি অফিসের সময়ের ক্ষতি না হয় এবং কাজটি সঠিক ভাবে ঠিক সময়ে সমাধান করতে পারি তবে হেটে গিয়ে টাকা নিজের কাজে খরচ করতে পারবো কি? যাযাকাল্লাহু খাইর ফিদ দারাইন।

A :

Sorry, this entry is only available in Bengali.