Q : আস্সালামু আলাইকুম,আমি প্রস্রাব করার সময় সতর্কতার জন্য টিস্যু দিয়ে কতক্ষন হাটাচলা, কাশি এবং নাড়াচাড়া করে নিশ্চিত হয়ে তারপর ইসতেন্জা শেষ করতাম। কিন্তু একজন মুফতি সাহেব বললেন যে, লজ্জাস্থান ধরে হাটাচলা করা গর্হিত কাজ এবং লজ্জাস্থান বেশী নাড়াচাড়া করলে একপর্যায়ে প্রস্রাবের রাস্তা লুস হয়ে যাবে এবং তখন আর প্রস্রাব ধরে রাখা যাবে না, তাই নাড়াচাড়া বন্ধ করুন। স্বাভাবিকভাবে প্রস্রাব করার পর, কাতরা ঝরে পরার পর, পরে যদি প্যান্টে দুই এক ফোটা পড়ার সন্দেহ থাকলেও অসুবিধা নাই, প্যান্টে কিছু পানি ছিটিয়ে দিবেন আর এটাই হাদিস সম্মত। হাদিসেও নাকি আছে এক সাহাবী এই সম্পর্কে জানতে চাইলে রাসুল সাঃ বললেন পানি ছিটিয়ে দিতে। এখন আমার প্রশ্ন: আমি টেস্ট করে দেখছি যে- যদি হাটাচলা, নাড়াচাড়া এবং কাশি না দেই তাহলে এক ফোটা অথবা অধা ফোটা প্রস্রাব ঝড়ে পড়ে। তাহলে কি এখন থেকে হাটাচলা, নাড়াচাড়া না করে প্যান্টে শুধু পানি ছিটিয়ে দিবো ?

A :

Sorry, this entry is only available in Bengali.