Q : [প্রশ্নের উত্তরটা একটু তাড়াতাড়ি দিলে চির কৃতজ্ঞ থাকবো, আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন] আস্সালামু আলাইকুম, ফতোয়ায়ে রহমানিয়ায় ২য় খন্ডে ১৩২ পৃষ্ঠায় আছে- মেয়ে ভেগে গিয়ে বিয়ে করলে, কুফূ বজায় না থাকলে বিবাহ হবে না। আমার এক আত্মীয় (মেয়ে) এক ছেলের সাথে ভেগে গিয়ে কিছুদিন আগে বিবাহ করে, কিন্তু পিতা-মাতা জানার পর তার মেয়েকে নিয়ে আসে এবং ছেলেকে তালাক দিতে চায় এবং পিতা-মাতা মেয়েকে বুঝালে মেয়েও তালাক দিতে রাজি হয়। উক্ত ছেলে নামাজ-রোজা তো পরেই না বরং আরো নেশা করে, কিন্ত মেয়ে নামাজ পরে রোযা রাখে। উক্ত ফতোয়ার আলোকে তাদের বিবাহ তো হয় নাই, যদি বিবাহ না হয় তাহলে তো আর তালাক দেয়ার প্রয়োজন নেই। যেহেতু উক্ত বইতে লেখা আছে যে উক্ত বই ফতোয়া দেয়ার জন্য নয়, তাই আপনার স্মরনাপন্ন হলাম।

A :

Sorry, this entry is only available in Bengali.