Q : আসসালামু আলাইকুম।১।হযরত আমি ২০১২ সালে পলিটেকনিক এ ভর্তি হই।পলিটেকনিক এ গরীর ছাএ বিবেচনা করে ৬ মাস পর পর ৪৮০০ টাকা দিতো।একে stipend বলতো।এই stipend list এ আমার নাম ছিল।আমি টাকাও পাইতাম।এখন কথা হল এই stipend from পূরন করতে আমি কিছু মিথ্যা কথা লিখছিলাম(যেমন পরিবারে সদস্য সংখা বেশী বলছিলাম,ঘর পাকা থাকা সত্তেও কাচা বলছিলাম)।আমি গরীব পরিবারের এট ঠিক ছিল।এখনওই stipend এর টাকা আমার জন্য কি হালাল ছিলো?হালাল না হইলে এর থেকে মুক্ত হবো কিভাবে?২।আমাদের পলিটেকনিক এ মেধার বিবেচনা করেও ৬ মাস পর পর কিছু টাকা দিতো।কিন্তু কোনো কোনো পরীক্ষায় আমি নকল করে/আউট প্রশ্ন দেইখা পরীক্ষা দিয়া বেশী নম্বব পাইছি।অবশ্য আমাদের অনেক বন্ধু নকল করে/আউট প্রশ্ন দেইখা পরীক্ষা দিছে।এখন প্রশ্ন এই টাকা কি আমার হালাল ছিলো?আর হালাল না হলে এর থেকে মুক্ত হবো কিভাবে?

A :

Sorry, this entry is only available in Bengali.