Q : ১। জনাব,আমি একজন জেনারেল শিক্ষিত লোক। তাবলিগ জামাতের সংস্পর্শে এসে সুদের ভয়াবহতা উপলবদ্ধি করি। দুটি সন্তান স্ত্রী নিয়ো আমাদের পরিবার। আমি একটি ফানেন্স কম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে চাকুরী করি। কাজ হচ্ছে ক্লায়েন্টদেরকে আমানত (ফিক্সড ডিপোজিট) করানো। এতে আমি বেতনের পাশাপাশি কিছু কমিসনও পাই। এতে আমার সংসার চলে যায়। যেহেতু এটি সুদ ভিত্তিক কম্পানী এবং আমার কাজটিও সরাসরি সুদের হার প্রচারের সাথে সম্পৃক্ত। এখন আমার কি করনিয়?আমার আর কোন আয়ের উৎস নেই।২।জনাব,আমি সম্প্রতি (দেড় বৎসর) একদম নতুন একটি মার্কেটে একটি দোকান নিয়ে চাকুরীর পাশাপাশি ব্যবসার ফিকির করছি। একদম নতুন মার্কেট তাই বেচাবিক্রয় নেই বললেই চলে। নিজের পকেটের টাকা খরচ করে দোকানের খরচ চালাতে হয়। মাঝে মাঝে বেতনের টাকা থেকে দোকানের কিছু কিছু মালামাল ও তুলছি কারন বর্তমানে আমার নিকট বর্তমানে আর কোন রাস্তা খোলা নেই। আমার দোকানটি একটি প্রসাধনীর দোকান। আমার জন্য এখন করনিয় কি।

A :

Sorry, this entry is only available in Bengali.