Q : আমার জন্ম ১৮-১১-১৯৯৮আমি ছোটবেলা থেকেই আল্লাহ তালার তৌফিকে নামাজ পড়ি যতটুকূ মনে পড়ে ক্লাস ৮(২০১২) থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ি,রোজা রাখি এর পর থেকে আমি হাসপাতালে ভর্তি থাকার কারণে(ক্লাস ৯)(২০১৩) নামাজ পড়তে পারিনি অনেকদিন এই ঘটনা ছাড়া অন্য কোনো কাজা নামাজের কথা মনে নেই।১.আমার কবে থেকে নামাজ ফরজ হয়েছে?২.অনেক সময় সফরে গিয়েছি কিন্তু মাস-আলা না জানার কারনে একাকী পুরো নামাজ আদায় করেছি।কসর নামাজ পড়িনি কিন্তু আমি মুসাফির ছিলাম।সে নামাজ গুলো কি আবার কাজা পড়তে হবে?৩.সুরা গুলি ও সহী শুদ্ধ এতটা ছিলোনা কিন্তু একাকী নামাজ খুব কম পড়েছি বলে মনে হয়।কিন্তু জামাতেউ দুই এক রাকাত ছুটে গেলে নিজের পড়তে হয়েছে।তখন ত নিজের ই সুরা পড়তে হয়েছে।সেই নামাজ গুলি কি আবার কাজা পড়তে হবে?নাকি আদায় হয়ে গেছে?

A :

Sorry, this entry is only available in Bengali.