Q : আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গিয়েছেন প্রায় এক মাস হল। ওয়ারিশ হিসেবে তিনি স্ত্রী আর তিন কন্যা রেখে গেছেন। আমার বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন। সেই হিসেবে আমার বাবা পেনশন সহ আরো কিছু টাকা পাবেন যা দিয়ে আমাদের ভরণপোষণ চলবে। আমার প্রশ্ন হচ্ছে, এই টাকা আমি ব্যাংকে ছাড়া আর কোথাও রাখাটা নিরাপদ মনে করছি না। আর আমাদের তিন বোনের পড়াশোনার খরচ এবং সংসারের খরচ চালাতেও অনেক টাকা লেগে যায়। আমি জানি ইসলাম এ সুদ কে হারাম আর ব্যবসা কে হালাল করা হয়েছে। কিন্তু এমতাবস্থায় এই টাকা থেকে ব্যবসা করা ও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু বড় ভাই ও নাই। এক্ষেত্রে ব্যংকে বা পোস্ট অফিসে সঞ্চয়পত্র করে টাকা রাখা এবং সেখান থেকে মাসে মাসে যে ইন্টারেস্ট আসে সেটা দিয়ে সংসার চালানো কতটুকু জায়েজ বা নাজায়েজ হবে???

A :

Sorry, this entry is only available in Bengali.