Q : সম্মানীত মুফতি সাহেব, আসসালামু আলাইকুম…। হজরত! আপনি অবশ্য জানেন যে, বর্তমানে আমাদের দেশে চরমোনাই পীর সাহেবের একটি দল আছে যার নাম ইসলামি আন্দোলন। তাঁদের দলের প্রধানকে আমিরুল মুজাহিদিন এবং দলীয় সদস্যদের মুজাহিদ বলা হয়। এবং কি তাঁরা যে, নির্বাচন করে তাকে জিহাদ ঘোষণা করেছে নায়েবে আমিরুল মুজাহিদিন রেজাউল করিম সাহেব। এদিকে মুহতারাম আব্দুল মালিক সাহেব তাঁর অনবাদিত গ্রন্থ কিতাবুল জিহাদের ভূমিকায় জিহাদের এমন ঢালাওভাবে ব্যাবহারকে তাহারিফ বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি অনেকেই এটাকে অপব্যাখ্যা বলছেন। এখন হজরতের কাছে আমার প্রশ্ন।১, জিহাদকে অন্যকোনো অর্থে ব্যাবহার করা যায়? যদি যায় তাহলে কোন দলিলে? ।২, গণতন্ত্রে অংশগ্রহণ করে এবং গণতন্ত্রের নিয়মে নির্বাচন করে ইলায়ে কালিমাতুল্লাহ করা শরিয়া মোতাবেক কতটুকু জায়েয?।মুহতারামের কাছে অনুরোধ, এই অধমের প্রশ্নের উত্তর দিয়ে পুরো জাতীর সন্দেহের অবসান করুন।

A :

Sorry, this entry is only available in Bengali.