Q : আসসালামু আলাইকুম, ১)হজরত আমরা যখন মুসলমানের সাথে কথা বলি তো সালাম পেশ করে কথা বলি।ইহা কি সব মিডিয়াতে (যেমন: সেমিনার-মাহফিল-টিভি-রেডিও-মেসেঞ্জার,,ইত্যাদি) পেশ করা জরুরী যেখানে সালামের উত্তরদাতা স্বয়ং উপস্থিত থাকেন না? মিডিয়ায় সালাম শুনলে জওয়াব কিভাবে দিব এবং তা পৌছাবেই বা কি করে? কেউ যদি মুখে না বলে লিখে সালাম দেয় যা মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়াতে খুব হচ্ছে, তা কি লিখেই জওয়াব দিতে হবে?এবং দেয়াটা কি ওয়াজিব বা জরুরী কিনা?২) যেখানে সালাম পেশকারী(বক্তা কোন মাহফিলে,সেমিনারে) একজন উত্তরদাতা অনেকজন (শ্রোতা), সেখানে উত্তর কি সবাইকে দিতে হবে অথবা আদায় করার তরিকা কি?৩) সালামের সাথে ‘Good Morning’ একইসাথে পেশ করা হয়, ইহা কি জায়েজ।এমনটি করা পছন্দনীয় না হলে,তার সপক্ষে কি কোন দলিল আছে?

A :

Sorry, this entry is only available in Bengali.