Q : আসসালামু আলাইকুম।আমার কিছু সমস্যা, এগুলোর সমাধানে সদুপদেশ দিয়ে আমাকে সাহায্য করলে খুবই উপকৃত হতাম।আমি প্রায় তিন বছর আগে পরিবারের অমতে বিয়ে করি নিজের পছন্দের মানুষকে। এর আগেই আমি আমার পছন্দের ব্যাপারে তাদেরকে জানাই, পরিবারের সবাই এর ঘোর বিরোধী ছিলো। কোনভাবেই যখন মানাতে পারি নি, তখন এ সিদ্ধান্ত নেই। বিয়ের ৬ মাস পর আমার পরিবারকে জানাই বিয়ের কথা। স্বাভাবিকভাবেই তারা কেউই মেনে নেয়নি। এখন সবার সাথে আমার স্বাভাবিক কথাবার্তা হলেও এখনো আমার হাসবেন্ড কে মেনে নেয়নি। আমি আমার কৃতকর্মের জন্য বাবা মার কাছে ক্ষমা চাই বারবার, কিন্তু তারা কখনো তার কোন উত্তর দেয় না, বাকি সব কথাই বলে। এখন আমার বাবা বলছেন, ছেলের বিরুদ্ধে মামলা করবেন বিয়ে ভাঙ্গার জন্য। আর আমি যদি তার এ কথা না শুনি, তবে আমাকে ত্যাজ্য করবেন। আর আমার বিয়েটাও নাকি হয়নি, এজন্য আমাদের স্বামীস্ত্রীর সম্পর্কও বৈধ নয়। এ অবস্থায় আমার করনীয় কি? আমি যদি বিয়ে টা না ভাঙ্গি বাবার বিরুদ্ধে গিয়ে আর বাবা যদি আমাকে ত্যাজ্য করে, তাহলে আমার কি পাপ হবে অনেক? কারণ, ছেলেটা ও তার ফ্যামিলি অনেক ভালো। আমি বুঝতে পারছি না কি করা উচিত এ অবস্থায়।

A :

Sorry, this entry is only available in Bengali.