Q : আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চিকিতসক। প্রতিদিন আমার কাছে বিভিন্ন ঔষধ কম্পানীর প্রতিনিধি গন স্যাম্পল এবং বিভিন্ন গিফট আইটেম নিয়ে আসে, এবং তাদের কম্পানির ঔষধের গুনাগুন বর্ন্না করেন। এমতাবস্থায় তাদের গিফট গুলো নেয়া জায়েজ হবে কিনা?২।কিছু ঔষুধ কম্পানী এ রকম অফার দেয়, যদি তাদের যেকোন ঔষধ আমার প্রেসক্রিপশনে লিখে দেই তাহলে তারা অনারিয়াম দিবে,এটা নেয়া জায়েজ হবে কিনা?৩। রোগীদের চিকিতসার সার্থে আমরা বিভিন্ন রকম টেস্ট দিয়ে থাকি।আমি নির্দিষ্ট কোন ডায়াগোনিস্টক সেন্টারের নাম উল্লেখ না করলেও ,রোগীরা যে ডায়াগোনিস্টিক সেন্টার থেকেই পরীক্ষা করে আসুক না কেন, সেই ডায়াগোস্টিক সেন্টার গুলো মাস শেষে হিসেব করে টাকা পাঠিয়ে দেয়। আমি কোন ডায়াগোনিস্টিক সেন্টার কে রোগীদিতে বাধ্য ও নই।এভাবে দেই ও না। এমতাবস্থায় আমার তাদের টাকা নেয়াটা কি জায়েজ হবে?

A :

Sorry, this entry is only available in Bengali.