Q : আস্‌সালামু আলাইকুম। মুহতারিম, আমার স্ত্রীর বড় ভাইয়ের সাথে একবার আমার বাবার কোনো এক ব্যাপারে কথা কাটাকাটি হয় এবং আমার বাবাকে উচ্চস্বরে কথা বলে অপমান করে। এরপর থেকে আমরা তার উপর বড় অসন্তুস্ট হই। আর এজন্যই আমি আমার স্ত্রীকে বলি যে, যে আমার বাবাকে উচ্চস্বরে কথা বলে অপমান করতে পারে তার সাথে আর কখনোও কথা বলবে না, সে ফোন করলে তার ফোনও ধরবে না। যদি তার ফোন ধরো আর তার সাথে কথা বলো তবে তুমি কিভাবে আমার বউ থাকবে বলো? এখন এটাকে উল্টাও দেখি কি হয়? এরপর যখন আমরা স্ত্রীর ভাইয়ের বাসায় যাবার জন্য বাহিরে বের হলাম তখন তার ভাই ফোন করে তখন আমার স্ত্রী আমার কাছে বলে যে,ভাইয়া ফোন করছে- এ কথা বলেই ফোন ধরে কথা বলে। এক্ষেেত্রে আমি জানতে চাচ্ছি যে, এমতাবস্থায় উপরোল্লিখিত নিষেধাজ্ঞা স্ত্রী কর্তৃক ভঙ্গ হওয়ায় স্ত্রী কি তালাক হয়ে গেছে – জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন। যাযাকাল্লাহ্ বি খয়ির।

A :

Sorry, this entry is only available in Bengali.