Q : মুহতারাম তবে ভুলে একটি যন্ত্রাংশের কথা বলতে মনে ছিলো না। তবে সেটার ব্যাপারে পূর্বেই শুধু চেয়ারম্যান সারকে বলেছিলাম । তিনি খুশি মনে সকলে পক্ষে থেকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু মিটিংয়ে যখন সকলের সামনে আমি যন্ত্রাংশ গুলোর কথা বলি তখন পূর্বে ঐ একটি যন্ত্রাংশ যার মূল্য ১২০০/- টাকার মত হবে বলতে মনে ছিলো না। এখন পূনরায় সকলের কাছে বলার প্রয়োজন আছে কি? হয়তো এখন আবার ঐ একটি ব্যপারে বলতে গেলে সকলে বেশি নেকামো মনে করবে। কারণ আমি যখন সকলের কাছে ক্ষমা চাইলাম তখন সকলেই হেসে দেয় এবং ক্ষমা করে দেয়। এখন আবার আরেটার কথা বলতে গেলে কেমন দেখায় আর তাছাড়া বিরক্তও হতে পারে। কারণ ১২০০/- টাকা মূল্যের একটি জিনিস কোম্পানি হিসাবে খুবই সামান্য ও তুচ্ছ একটি জিনিস। যার জন্য বার বার যাওয়া তাদের সময় নষ্ট করা। তাই এখন কি পূনরায় ঐ একটি যন্ত্রাংশের ব্যাপারে মাফ চাইতে হবে নাকি চেয়ারম্যান স্যারের সকলের পক্ষ থেকে মাফ করে দেয়াই যথেষ্ট হবে। মুহতারাম আমি আমার এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ করি নাই কারণ তাহলে আপনি চিনতে পারবেন যেটা আমার লজ্জার কারণ হবে। যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.