Q : হযরত এখন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চলছে। আর এই নির্বাচনী প্রচারণায় যে লিফলেট দেয়া হয় তার মধ্যে বিসমিল্লাহির রাহমানীর রাহিম লেখা থাকে। এখন আমি যখনি দেখি তখন চেষ্টা করি বিসমিল্লাহির রাহমানীর রাহিম অংশটুুকু ছিড়ে পকেটে নিতে এবং পরে তা একটি ভালো জায়গায় দাফন দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক সময় প্রচারণা এত দীর্ঘ হয় যে যদি সকল কাগজ কুড়াতে যাই তবে কঠিন হয়ে যাবে। কারণ তারা প্রচারণা করতে করতে সামনে এগুতে থাকে অার মানুষ কে দিতে থাকে। যার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে। এখন এগুলোর ব্যাপারে কি করণীয়। দেখা যায় সারা রাস্তাময় বিভিন্ন জায়গায় এই লিফলেট পড়ে আছে। অনেক সময় ময়লা পানিতেও পড়ে থাকে। অনেক সময় মানুষের পায়ের পাড়ায় এবং কেদায় একাকার হয়ে থাকে। যা উঠাতে কষ্ট হয়। কোরআনের একটি আয়াতের এমন অবমাননার বিষয়টি খুব খারাপ লাগে। এগুলো ব্যাপারে কি করণীয়? যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.