Q : হুজুর আমি আমার স্ত্রীকে সবসময় কাছে পাইনা। সে শুধু বাপের বাড়িতে বেড়ায়। তাদের বাড়িতেও রুম কম থাকায় আমি তার সাথে একাকিত্ব হতে পারিনা। মাঝে মাঝে মনের রাগে মনে হয় হোটেলে যাবো। কিন্তু গুনাহ ও মান সম্মানের ভয়ে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু বর্তমানে তা অনেক খারাপ রূপ ধারণ করেছে। যে কোন সময় গুনাহ হয়ে যেতে পারে। মাঝে মাঝে আর টিকতে না পেরে চোখের গুনাহ করি। এখন আমার প্রশ্ন এর জন্য কি আমার স্ত্রীও গুনাহগার হবে? কারণ যেহেতু তার উদাসীনতার কারণেই আমি আস্তে আস্তে গুনাহের দিবে ধাবিত হচ্ছি। এর থেকে পরিত্রাণের উপায় কি?

A :

Sorry, this entry is only available in Bengali.