Q : ১/ বীর্য বিছানায় অথবা কম্বলে লেগে গেলে করণীয় কি , কারণ কম্বল এত তাড়াতাড়ি ধুয়া যায় না ,এই অবস্থায় শুকিয়ে গেলে এতে শুইলে আমার পাক কাপড় কি নাপাক হয়ে যাবে ? ২/ চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাত ছুটে গেলে ইমাম দ্বিতীয় রাকাতে বসে যখন তাশাহুদ পড়বেন তখন কি আমায় তাশাহুদ পড়তে হবে ? দলিল সহ বলবেন অনুরোধ রহিল অথবা চতুর্থ রাকাতে এসে ইমামকে শেষ বৈঠকে পেয়েছি এখানে ও কি আমায় পূর্বের ন্যায় তাশাহুদ পড়তে হবে ? আর যদি পড়তে হয় ,আমি তাশাহুদ শুরু করেছি এমতাবস্থায় ইমাম উভয়দিকে সালাম ফিরিয়ে নিচ্ছেন ,আমি কি তাশাহুদ শেষ করে দাঁড়াব না তাশাহুদ পড়া ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাব। আশা করি উত্তর দিয়ে আমায় বাধিত করবেন

A :

Sorry, this entry is only available in Bengali.