Q : আস্সালামু আলাইকুম, আমি বিগত দিনে কিছু আমল করি আমল দুইটি নিম্নরুপ:-১) আমি প্রথম প্রথম খুব মেহনতদারী করতাম, যেমন- চিল্লায় নতুন মসজিদে গেলে স্বতস্ফুর্তভাবে মসজিদ আমিই পরিষ্কার করতাম, বৃদ্ধদের ব্যাগ নিজে বহন করতাম, তাছাড়াও আরো অনেক মেহনতের কাজ করতাম ।ফলাফল: চিল্লায় যাওয়ার আগে থেকে খাবার বেশী খেতাম, জিম করতাম।২) কিন্তু বর্তমানে বেশী পরিমানে নফল রোজা রাখি।ফলাফল: চিল্লায় যাওয়ার পর থেকে খাবার খাওয়া কমিয়ে দিয়েছি, ওজন কমে গেছে, এখন নিজের ব্যাগ বহন করতেই কষ্ট হয়।দুইটা আমলের মধ্যে একটা করলে, অপরটি করতে পারবো না। তাই আপনার কাছে অনুরোধ রইল দুইটারই ফাজায়েল দিয়ে আমাকে জনাবেন কোনটি আমার জন্য উত্তম ও আল্লাহর নৈকট্যতা অর্জন হবে।

A :

Sorry, this entry is only available in Bengali.