Q : আস্সালামু আলাইকুম,১। ইমানদার ছাড়া অন্য কারো জন্য দোয়া করতে কুরআনুল কারীমে নিষেধ করা হয়েছে, তো মানুষ মারা গেলে মসজিদে দোয়া করা হয়। ইমাম সাহেব সরাসরি বলেন- “হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন” এটা বলা কি ঠিক ?২। কিন্তু আমি আমিন বলি না। আমি বলি (হে আল্লাহ সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে তাকে মাফ করে দেন) এটা কি ঠিক আছে ?৩। অনেক সময় দেখা যায় যে মারা গেছে সে- এক ওয়াক্ত নামাজও পড়িনি এমনকি রমজান/ঈদের দিনও নামাজ পড়ে না। আবার অনেকে বিভিন্ন বেদাতী (মাইজভান্ডার, কুতুববাগ) এবং নাস্তিক ইত্যাদি। সেক্ষেত্রে যদি আমি উক্ত কথাই বলি (হে আল্লাহ সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে তাকে মাফ করে দেন) তাহলে কি জায়েজ হবে ?

A :

Sorry, this entry is only available in Bengali.