Q : আস সালামু আলাইকুম।আমার বয়স সাড়ে ২৭।গত ৪ বছর যাবত একটি মেয়ে কে খুব পছন্দ করি আর বিয়েও করতে চাই।মেয়ের পড়াশুনা শেষ হয়নি।আমিও মাস্টার্স পাস করে দেড় বছর যাবত বেকার।পরিবার কে বলেছিলাম এখন কাবিন করিয়ে রাখতে।জব পেলে বউ বাসায় আনতাম।শুরু তে মা রাজি থাকলেও পরে কেন যেন বেকে বসে।আর বলেছে আমার জব না হলে কোন বিয়ে নয়।সেই মেয়েকেই বউ করে আনবে কিন্তু আমার জবের পর।এখন কবে না কবে জব হবে আর তত দিন আমরা গুণাহ করব?বিয়ের আগে কথা বলাই ত হারাম।ঊনারা ঠিক মত নামাজ ও পড়েন না।আমি যদি নিজেই বিয়ে করি তাতে শুদ্ধ হবে কিনা?অনেক হুজুর বলে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না?আমি দ্রুত বিয়ে করত্র চাই চরিত্র হেফাজত করতে আর অর্ধেক দ্বীন পূরন করতে।আর মোহরে ফাতেমি কত ভরি রুপার সম মূল্য জানতে চাই।

A :

Sorry, this entry is only available in Bengali.