Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:১/কো: পাশে মসজিদ এর যায়গা! আগে থেকে কো:মালিক আসবে বলে জায়নামাজ বিছিয়ে রাখা কি জায়েজ আছে?এমন কি মুয়াজ্জিন যায়গা পাল্টে মালিক যায়গা রাখা!মুয়াজ্জিন অন্য পাশে রাখে সুন্নাত ব্যতিরেখে?২/মালিক,ম্যানেজার,অফিসার শ্রেনী বলে সাধারন সাথে মিশে না?অহংকার দেখায়?এদের বেপারে ইসলাম কি বলে?বড় পদে গেলে এমন কোনো নিয়ম আছে?বিনয় তো সব সময় থাকা দরকার নয় কি হযরত হোক না ব্যক্তি যত বড় পদে থাকুক?৩/মালিক ইকামত দিলে একবার করে বলে আযান এর শব্দ গুলো বুজায় সৌদি মত করে এতে কি নামাজ সাওয়াব কম বেশী হবে না?আর উনি ইকামত দেয় ভুল বলে এতে কি কিছু হবে না?কেউ সাহস করে বলে না উনি যে এমডি কো: তাই!

A :

Sorry, this entry is only available in Bengali.