Q : আস্সালামু আলাইকুম,আমার জীবনের অনেক নামাজ কাযা হয়েছে তা দৈনিক আদায় করার চেষ্টা করছি, সাথে সাথে দৈনিকের সুন্নাত ও নফল ছাড়তে মনে চাচ্ছে না, কিন্তু কাযা নামাজ আদায় করার দরুন সময়ের অভাবে সুন্নত ও নফল প্রায়ই ছুটে যায় তাই নিম্নের কিছু প্রশ্ন করলাম যাতে একই সাথে কাযা+নফল আদায় হলে আমার আর চিন্তা থাকতো না। যেমন-১) নফল একই নামাজে কয়েক রকম নিয়ত করা যায়, কিন্তু কাজা ফরজ নামাজে একই নামাজে কয়েকরকম নিয়ত করলে হবে কি ?২) ফরজ কাযা+সুন্নাত: যোহরের জীবনের প্রথম চার রাকাত ফরজ কাযা নামাজ+আজকের যোহরের চার রাকায়াত সুন্নাতে মুয়াক্কাদা। ৩) ফরজ কাযা+নফল: জীবনের প্রথম ফজরের দুই রাকাত ফরজ নামাজ কাযা+ আজকের দুই রাকাত চাশতের নামজ ?৪) শুধুই ফরজ কাযার নিয়ত করলাম কিন্তু অন্য নামাজের নিয়ত না করে উক্ত নফলের (আওয়াবীন, চাশত, এশরাক, তাহাজ্জুদ, আসরের চার রাকাত গায়রে মুয়াক্কাদা ইত্যাদি) সময়ের মধ্যে যদি পড়ি তাহলে কি ফরজ কাযা ও নফল আদায় হবে ? {আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে হুযুর (সাঃ) এর ওয়ারিশ বানিয়ে দেন}

A :

Sorry, this entry is only available in Bengali.