Q : আস সালামু আলাইকুম।১। আমার স্বামী কোন কারনে আমাকে তিন তালাক দেন, প্রায় দশ বছর আগে। তারপর থেকে আমাদের মধ্যে কোন স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, যদিও সন্তানদের কারনে আমরা একই গৃহে বসবাস করি। বর্তমানে সন্তানেরা সাবালক। আমি চাকরীজীবী, এবং নিজের ভরন পোষণে সক্ষম। ২। আমি তালাকপ্রাপ্তা হবার পর একজনের সাথে মৌখিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বিষয়টি আমার ঘনিষ্ট কয়েকজনকে অবহিত করি। কিন্তু ২য় বিয়েতে কোন মোহরানা ধার্য ছিলনা। যদিও আমরা একসাথে অবস্থান করিনা, কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ আছে। আমার ২য় বিয়ে কি বৈধ হয়েছে? ৩। আমি জানিনা ইসলামী শরীয়া মতে আমার ক্ষেত্রে সঠিক বিধান কি? দয়া করে জানাবেন। বর্তমানে আমি খুবই চিন্তাযুক্ত আছি এবং মানসিকভাবে বিপর্দস্ত।

A :

Sorry, this entry is only available in Bengali.