Q : আসসালা-মু আ’লাইকুম।হযরত,১। ফরজ গোসলের সময় নাভীতে পানি পৌঁছনো কি জরুরী? রোযাবস্থায় করলে কি রোযা ভেঙ্গে যাবে? যদি রোযা ভেঙ্গে যায় তাহলে এক্ষেত্রে শরীআ’তের হুকুম কী?২। ফরজ গোসলের ক্ষেত্রে বড় ইস্তিঞ্জা সাড়ার পর কিন্তু গোসলের সময় পুনরায় পায়খানার রাস্তায় পানি পৌঁছাতে হবে? তা না করলে কি গোসল আদায় হবে না?৩। ইস্তিঞ্জাখানায় প্রবেশের পূর্বে যে দুআ’ সেখানে কি ‘খুবুসি’ পড়তে হবে, না কি ‘খুবসি’ পড়তে হবে? বেহেশতি জেওর কিতাবে ‘খুবুসি’ পেয়েছি।৪। যাযাল্ল-হু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদ সল্লল্লহু আ’লাইহি ওয়াসাল্লাম বিমা হুয়া আহলুহু-এই দরূদ শরীফটি এক এক জায়গায় এক এক রকম পেয়ে থাকি। মেহেরবানী করে সঠিকটি জানিয়ে উপকৃত করবেন।৫। আপনাকে প্রশ্ন পাঠাতে attachment এর ব্যবস্থা থাকলে ভালো হতো।

A :

Sorry, this entry is only available in Bengali.