Q : আসসালামু আ’লাইকুমআমার মেয়ের স্কুলের এক অভিবাবক তার ভাই বোনের যাকাতের টাকা দিয়ে চলেন।গত এক মাস আগে তার ছেলে রোড একসিডেন্ট করে।তাতে করে বেশ খরচ লাগে,এখনও চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা লাগবে।খোঁজ নিয়ে জানলাম সবাই সাহায্য করাতে তার একাউন্টে এখন ৭-৮লক্ষ টাকা জমা পড়েছে।যা তার ছেলের চিকিৎসা কাজে ব্যয় হবে।(যদিও এই শর্তে কেউ টাকা দেয়নি)১) এই অভিবাবককে কি যাকাতের টাকা দেয়া যাবে?২) এই ব্যক্তি যাকাত দেয়া না গেলে কবে থেকে তিনি যাকাতের অনুপযুক্ত হলেন? বা হবেন?৩) যদি উনি শুধু চিকিৎসা কাজে না ব্যয় করেন, তাহলেও যাকাতের হুকুম কি হবে? অথবা যদি জমাকৃত টাকা কেবলমাত্র চিকিৎসার জন্য ব্যয় করতে হবে এরকম শর্তে যাকাতের টাকা দিলে,যাকাত আদায় হবে কিনা?অথবা এরকম শর্ত যদি থেকে যায় তাহলে উনি কি সাহেবে নিসাব ৪২হাজার টাকা করার সাথে সাথেই হয়ে যাবেন?

A :

Sorry, this entry is only available in Bengali.