Q : আস্সালামু আলাইকুম,১) ফরজ নামাজ পড়ার পরে দোয়া ও জিকিরের সিড়িয়াল কিভাবে করবো ?যেমন- ১. আয়তুল কুরসী, ২. মোনাজাত, ৩. তাসবিহে ফাতেমী, ৪. সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস।২) জামাতে নামাজ পড়ার সময় আয়তুল কুরসী অর্ধেক পড়তে না পড়তে মোনাজাত করে, তাহলে আয়তুল কুরসী পড়া বাদ দিয়ে কি মোনাজাত ধরবো ?৩) আমি জানি মোনাজাত ধরা জরুরী নয়। কিন্তু ইমাম সাহেব মোনাজাত ধরে মনে মনে কিনা কি পড়ে ১০ সেকেন্ড পরেই মোনাজাত খতম করে দেয়। এতে আমি একাগ্রতাও পাই না মন থেকে কিছু বলবো তাও সময়ের কারনে পারি না। তাই ইমামে সাথে মোনাজাত না ধরে উপরোক্ত দোয়া পড়লে কোন সমস্যা হবে কি ?

A :

Sorry, this entry is only available in Bengali.