Q : অাসসালামু অালাইকুম। অাজ অাপনার একটি মাছ ধরতে গেলে জামাতে নামাজ পড়বে কিনা এব্যাপারে মাসআলা পড়লাম। আমার প্রশ্ন আমি চাকুরিজীবি। আমাদের অফিসের নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমাদের অফিসে যখন লোক থাকে তখন জামাতে নামাজ হয়। এমনকি দুজনেও জামাতে নামাজ হয়। তবে অফিসের সব স্টাফ নামাজ না পড়ায় অনেক সময় একাও নামাজ পড়ি। আর নামাজ পড়ানোর জন্য কোন ইমাম রাখা নেই। আমিই সাধারণত নামাজ পড়াই তবে আমার থেকে ভালো কোন লোক আসলে তখন সে পড়ায়। আমার প্রশ্ন আমি এখন কি করবো? উল্লেখ্য আমাদের অফিস ছয় তলায় তবে লিফট আছে এবং মসজিদও একটু দূরে যদিও খুব দূরে না। তবে নামাজের ব্যবস্থা থাকার পরেও মসজিদে গেলে হয়তো স্যাররা রাগ করতে পারেন। আমি প্রশ্নটি যদি ঠিক ভাবে করতে নাপেরে থাকি তবে কিছু জানার থাকলে বলবেন।

A :

Sorry, this entry is only available in Bengali.