Q : (১) মৃত ব্যাক্তির জন্য সত্তর হাজার বার কালেমা শরীফ পড়ার তরতীব কি? যদি হিসাব করে ‍দেখি যে ৪ মিনিটে ১০০ বার পড়া যায়, তাহলে হাতে না গুনে ৪ মিনিট পড়ে ১০০ বার হিসাব করা যাবে ? সফর অবস্থায় পড়া যাবে কি ?(২) এক হাতে মোসাহাফা করা যাবে কি ?(৩) ছাত্র অবস্থায় জনৈক শিক্ষকের কাছে ৫০০ টাকা মাসিক চুক্তিতে পড়েছি, মাসের অর্ধেক পড়ে চলে এসেছি, বদলি হয়ে যাবার কারনে উক্ত শিক্ষকের কোন হদিস পাচ্ছিনা, প্রশ্ন হচ্ছে উক্ত শিক্ষক আমার কাছে পুরো মাসের টিউশন পান নাকি অর্ধ মাসের ? যাই পান তাঁকে খুঁজে না পাবার কারনে আমার করনিয় কি ?

A :

Sorry, this entry is only available in Bengali.